জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ী
নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে ৯নং ডেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া চৌরাস্তা সাম্প্রতিক সময়ে
বিতর্কিত স্থানে বিএনপি'র পার্টি অফিস উদ্বোধনে বাঁধলো যত বিতর্ক ! স্থানীয় সূত্রে জানা যায় যে,৯নং ডেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া চৌরাস্তা যে অফিসটা বর্তমানে বিএনপির পার্টি অফিস নামে পরিচিত, তা সাড়ে ১৫ বছর আওয়ামী লীগের পার্টি অফিস ছিল। ৯নং ডেওটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাগপাঁচড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে বিএনপির কর্মী নূর হোসেন বলেন,অফিস অফিসের জায়গায় ঠিক আছে শুধু সাইনবোর্ড টি পরিবর্তন হয়েছে। ৯নং ডেওটি ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি ডাঃ বাবুল বলেন,জেলা বিএনপি'র নেতৃবৃন্দ এসে আমাকে বলছে এটা বিতর্কিত জায়গা এখানে কোন বিএনপি'র পার্টি অফিস হবে না। তিনি আরো জানান, আমাকে বলছে জেলা বিএনপি'র নেতৃবৃন্দ অফিসের সাইনবোর্ডটি খুলে ফেলার জন্য। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য সচিব মো.দিদার হোসেন বলেন, আমি কোন দোষ করিনি,আমি ষড়যন্ত্রের শিকার। আমাকে রাতে আমার ৯নং ডেওটি ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি ডাঃবাবুল প্রথমে মোবাইলে কল দেয় নান্দিয়াপাড়া চৌরাস্তায় এসে অফিসটা উদ্বোধন করার জন্য আমার শরীর তখন ভালো ছিলো না, আমি কিছুটা অসুস্থতা বোধ করছি। পরে উনারা বারবার অনুরোধ করার পর আমি আসি। আমি এস্থানে বিএনপি'র পার্টি অফিসের বিষয়ে কোনো সম্পৃক্ত ছিলাম না।
নোয়াখালী জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান বলেন,ঘটনাস্থল আমরা জেলার নেতৃবৃন্দ সরজমিনে পরিদর্শন করেছি,অফিসটা আসলে বিতর্কিত স্থানে নেওয়া হয়েছে।আমরা দিদার হোসেন এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি, আমরা তাকে শোকজ করেছি।
এই বিষয়ে নোয়াখালী জেলা বিএনপি'র সভাপতি গোলাম হায়দার বিএসসি কে মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিভ করেন নাই।