নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৪
নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ২কেজি ৮০০ গ্রাম গাঁজা-সহ মোঃ রানা (৩৫), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে শাহমখদুম থানা পুলিশ।  
বুধবার (২৪ এপ্রিল) বিকাল ৪ টায় বড়বনগ্রাম মাস্টারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রানার বোন মেরিনা ও দুলাভাই সেন্টু পালিয়ে যায়।
গ্রেফতার মোঃ রানা, সে মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম মাস্টারপাড়া এলাকার মোঃ নাজিম উদ্দিনের ছেলে।
এর আগে দুপুর ২টায় রাজপাড়া থানার কেশবপুর নদীর ধার এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী হাসান পালিয়ে যায়।  
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামি হাসানের বিরুদ্ধে নগরীর শাহমখদুম ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।  
বৃহস্পতিবার সকালে গ্রেফতার মাদক কারবারী রানাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।