লঘু চাপের কারণে নৌ যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৩
লঘু চাপের কারণে নৌ যোগাযোগ বন্ধ

নোয়াখালী থেকে আবদুল বাসেদঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে লঘু চাপের কারণে সাগর উত্তাল থাকায় সারা দেশের নৌ যোগাযোগ দুই দিন ধরে বন্ধ রয়েছে।  হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচলহাতিয়া-চট্টগ্রাম স্টিমার চলাচল ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাটে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

নোয়াখালী জেলা আবহাওয়া অধিদপ্তরের সহকারী পর্যবেক্ষক আজরুল ইসলাম বলেনগত ২৪ ঘন্টায় নোয়াখালী জেলায় ৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। লঘু চাপের ফলে গত মঙ্গলবার থেকে উপকূলীয় এলাকায় ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।  হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী বলেনলঘু চাপের কারণে উপকূলীয় এলাকায় ৩ নম্বর সংকেত চলছে। বৈরী আবহাওয়ার কারণে সাগর ও নদী উত্তাল থাকায় বুধবার দুপুর থেকে থেকে হাতিয়ার সঙ্গে সারাদেশের সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। বড় সব ধরনের যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া মাছ ধরার নৌকাগুলোকে সতর্কতার সঙ্গে তীরবর্তী এলাকায় থাকতে বলা হয়েছে।