চীনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন : নিহত ১০

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২
ফাইল ছবি

আন্তর্জাতিক  :-চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে ১০ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।  
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া পরিবেশিত খবরে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে একটি বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ে।
সিনহুয়া জানায়, এতে দগ্ধদের ‘জরুরি চিকিৎসা দেয়া সত্ত্বেও ১০ জনের মৃত্যু হয়। ’
তারা আরও জানায়, আগুনে মারাত্মকভাবে দগ্ধ অপর ৯ জন বর্তমানে শঙ্কা মুক্ত রয়েছে। ’
তারা বলছে, সেখানের আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, কর্মকর্তাদের দুর্নীতি ও দায়ত্বে অবহেলা এবং পুরোপুরি আইন না মেনে চলার কারণে চীনে অগ্নিকাণ্ড একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এ সপ্তাহে চীনের মধ্যাঞ্চলীয় আনিয়াং নগরীতে একটি কারখানায় আগুনে ৩৮ জন নিহত ও দুইজন আহত হয়।
কর্তৃপক্ষ অগ্নিকা- ছড়িয়ে পড়ার ক্ষেত্রে নিরাপত্তা আইন লঙ্ঘন করে কর্মীদের ইলেকট্রিক ওয়েল্ডিং করাকে দায়ী করে।
খবর এএফপি