যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দল এগিয়ে

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৯ নভেম্বর, ২০২২
ফাইল ছবি

আন্তর্জাতিক   :-যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেটে মঙ্গলবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে মধ্যবর্তী নির্বাচন। এখন চলছে ভোট গণনা। তবে কয়েকটি আসনের ফলাফলও জানা গেছে।
বেসরকারি হিসেব বলছে, কয়েকটি কেন্দ্রে পিছিয়ে আছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি। অন্যদিকে এগিয়ে আছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ১৭৯টি আসনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ডেমোক্র্যাটসরা পেয়েছে ৬৬টি আসন, আর রিপাবলিকানরা পেয়েছে ১১৩টি আসন। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ২১৮টি আসনে জয় পেতে হবে। অন্যদিকে, অন্যদিকে উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ১০০টি আসনের মধ্যে কমপক্ষে ৫১টি আসনে জয় পেতে হবে।