logo

সময়: ০৬:৩৩, মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ০৬:৩৩ অপরাহ্ন

সর্বশেষ খবর

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালণ

Refayet Hossain
১৫ আগস্ট, ২০২৩ | সময়ঃ ১০:৪৪
photo
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালণ

মো রেফায়েত হোসেন ঃ- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী, জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশন বিভিন্ন কর্মসূচী পালণ করে। সকালে বাংলাদেশ দাবা ফেডারেশনের পক্ষ থেকে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকিৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। সকাল হতে জাতীয় ক্রীড়া পরিষদের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে পবিত্র কোরআন খতম করা হয়। দুপুরে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক, বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী দুই সদস্য মনিরুজ্জামান পলাশ ও সজল মাহমুদ, আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ ও এসোসিয়েশন অব চেস প্লেয়ার্সের সভাপতি মোহাম্মদ এনায়েত হোসেন। দাবা খেলোয়াড় ও সংগঠকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়, মিলাদ মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সনের ১৫ আগস্টের সকল শহীদদের রুহের মগফেরাত কামনা করে দোয়া করা হয়। সবশেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।    

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…