ভাষার জন্যই জাতির অস্তিত্ব টিকে আছে: প্রধানমন্ত্রী
আজ রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
১৬ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ , ১০:২৫ অপরাহ্ন
ভাষার জন্যই জাতির অস্তিত্ব টিকে আছে: প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের রক্ত বৃথা যাবে না। সার্বিকভাবে দেশের মানুষকে সমৃদ্ধ করতে কাজ করে যাবে সরকার।
দেশের স্বাধীনতাকে অর্থবহ করতে সবাইকে একহয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় এসব বলেন তিনি। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যোগ দেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলোচনায় মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলা ভাষার কারণেই টিকে আছে জাতির অস্তিত্ব ও সংস্কৃতি। দেশের প্রতিটি অর্জনেই রয়েছে সংগ্রাম আর আত্মত্যাগ। এই ইতিহাসকে ধারণ ও নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দেশের জনগণের জীবন সার্বিকভাবে উন্নত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকা নিলেও চলমান করোনা অতিমারি থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে দেশবাসীকে আবারও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।