Page loaded in 17.643637 seconds
বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
মোঃ জহুরুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ১৭ ফেব্রুয়ারী/২০২১ ইং
জয়পুরহাটের শারমিন আক্তার কে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তার পরিবার। অভাবের সংসারে বেড়ে ওঠায় মাত্র ১৬ বৎসর বয়সেই প্রতিবেশী জনি নামে এক ছেলের সাথে বিয়ে হয় কিন্তু নিয়তি যেন বিমুখ।
জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা শামসুল আলম তুলশীগঙ্গা নদী পাড়ে এক ভাইয়ের বাড়িতে অসুস্থ মেয়েকে নিয়ে বসবাস করছেন। চট্রগামে চিকিৎসায় কোন উন্নতি দেখা না দেওয়ায় বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: নারায়ন চন্দ্র সরকারের তত্তাবধায়নে তার চিকিৎসা চললেও অভাবী বাবার পক্ষে যেন মেয়ের এই ভার বহন করা আর সম্ভব হচ্ছে না।
শারমিন এর বাবা জানান, ঘর বাড়ি কিছুই নেই। যা ছিল সেটিও নদী গর্ভে বিলিন হওয়ার পর চট্রগামে যাই কাজের সন্ধানে। আর সেখানেই ঘর সংসার করতে থাকি। এরই মধ্যে প্রতিবেশী মাবুদের ছেলে দিন মজুর জনির সাথে মেয়েকে বিয়ে দেই। এরই মধ্যে মেয়ে কিডনী রোগে আক্রান্ত হয়ে বিছানাগত হয়ে পড়ায় বিভিন্ন জনের সহযোগীতায় এতোদিন চিকিৎসা করালেও আর পেরে উঠছি না। তাই মেয়ের চিকিৎসায় দেশের বিভিন্ন অঞ্চলের বিত্তবান মানুষ ও সরকারের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে স্থানীয় বম্বু ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল আউয়াল বাবু বলেন, ‘দরিদ্র এই মেয়েটির সুচিকিৎসায় সামর্থবানদের এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি।’ সাহায্য পাঠানোর ঠিকানা: মোছা: কাউছার আক্তার সঞ্চয়ী হিসাব নং ২০৫০৭৭৭০২৪২২৭৫৪১৮ ইসলামী ব্যাংক, বটতলী এজেন্ট শাখা ক্ষেতলাল, জয়পুরহাট। বিকাশ: ০১৭২১ ৪৬৮৩০৪ (শারমিনের বাবা)