Page loaded in 12.137803 seconds
রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
ফিচার ডেস্ক :- সোনায় মোড়া প্রাসাদ-বিমান, হাজারো গাড়ি; এই রাজার সম্পত্তি দেখে চোখ কপালে!
রানির সঙ্গে ব্রুনেইয়ের সুলতান হাসানল বলকিয়াহ
রাজারা সোনার চামচ মুখে দিয়ে জন্মাতেন, সোনার থালায় খেতেন-এ সব কথা অনেক শুনেছেন। কিন্তু সোনার প্রাসাদ! এ বিশ্বে এমন এক রাজা রয়েছেন তিনি বসবাসের জন্য আস্ত সোনার প্রাসাদই বানিয়ে ফেলেছেন।