Page loaded in 12.440852 seconds
শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
নিউজ ডেস্ক ঃ- রাজধানীতে ১ হাজার ১ শ’ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- নুরে আলম ওরফে লিটন মোড়ল (৪৯) ও ড্রাইভার মোঃ সুজন হোসেন (৩০)।
গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহবুবুল আলম জানান, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি, ২০২১) ২১.১৫ টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার শহীদ তাজ উদ্দিন আহমেদ সরণি এনার্জি প্যাক ইলেকট্রনিক্স এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
গ্রেফতারকৃতরা কখনও আলু কখনও সবজি ভর্তি ট্রাকের মাধ্যমে অভিনব কায়দায় অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো বলে গোয়েন্দা এই কর্মকর্তা জানান।
এ সংক্রান্তে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ০১ টি মামলা রুজু হয়েছে।