বঙ্গবন্ধুর খুনিচক্রের ষড়যন্ত্র অব্যাহত আছে: প্রধানমন্ত্রী
আজ সোমবার, ০১ মার্চ, ২০২১
১৭ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ , ১২:০৭ অপরাহ্ন
বঙ্গবন্ধুর খুনিচক্রের ষড়যন্ত্র অব্যাহত আছে: প্রধানমন্ত্রী
বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
বঙ্গবন্ধুর খুনিচক্রের ষড়যন্ত্র অব্যাহত আছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি: - যুবসমাজকে তাদের মেধা ও মনন দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন তিনি।
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে শেখ হাসিনা আরো বলেন, কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় ঘটলেও দেশ ও গণতন্ত্রের দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে যুবলীগ। রাজনীতিতে অর্থকে যারা বড় করে দেখে, তারা বেশিদিন টিকে থাকে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, শেখ মুজিব তাঁর আদর্শ এবং লক্ষ্যে সবসময় অটল ছিলেন। বাংলাদেশের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তির জন্য তিনি সংগ্রাম করে গেছেন। মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দলের দায়িত্ব নিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত কখনোই থেমে থাকেনি। আওয়ামী লীগের নাম-নিশানা মুছে ফেলার জন্য বারবার চেষ্টা করেও পারেনি। কারণ আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে ছিল।
তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা পাকিস্তানী হানাদারদের দোসর, যারা ৭৫এর পর দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের চক্রান্ত থেমে থাকেনি।
সরকার দেশের তরুণদের জন্য নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতিরপিতার আদর্শ ধারণ করে তরুণ সমাজকে রাজনীতি করতে হবে। যুবসমাজকে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
করোনার ভ্যাকসিন নিয়ে জনমনে বিভ্রান্তি থাকলে তা দূর করতে যুবলীগকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনার টিকা নেয়ার পাশাপাশি মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলো মেনে চলতে হবে দেশবাসীকে।