Page loaded in 14.348436 seconds
শনিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২১
নোয়াখালী থেকে আবদুল বাসেদ ঃ নোয়াখালী সদর উপজেলা দুর্নীতিবাজ কথিত দলিল লেখক ও তহসিল অফিসের কতিপয় অসাধু কর্মচারীর যোগসাজসে বিভিন্ন মালিকীয় জমির জাল দলিল করে অথবা দলিল টেম্পারিং করে জমাখারিজ এর মাধ্যমে জমি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
তথ্য সূত্র মতে ও এলাকায় সরজমিনের গিয়ে জানা যায় সদর উপজেলা সুধারাম থানায় ৯৩ নং চর সল্যা মৌজার ১১৯২ নং খতিয়ানের রেকর্ডীয় প্রজা আবদুল গোফরান, পিতা- হাজী মফিজ উল্যাহ, মাতা- সাফিয়া খাতুন, সাং-একলাশপুর, থানা- বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী গত ১৭/১২/২০০৮ জনৈক আবদুল মালেক, পিতা-আলী আজ্জম, সাং-উত্তর শরীফপুর, থানা-সুধারাম থেকে সাফ কবলা মূলে ১ একর ৯০ শতাংশ জমি খরিদ করেন ও অদ্যবধি যথারীতি ভোগদখলে ও উৎপাদিত ফসলাদি বর্গাচাষী থেকে পাচ্ছেন।