logo

সময়: ০৩:১৬, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ০৩:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

টঙ্গীতে ফের অগ্নিকাণ্ড, পুড়ল ৩০টি ঝুট গুদাম

Ekattor Shadhinota
১২ জুন, ২০২১ | সময়ঃ ১১:৩৯
photo
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি:    -গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় ঝুটের গুদামে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে এখানকার ৩০টির মতো ঝুটগুদাম পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ-সহকারি পরিচালক নিয়াজ আহমেদ জানান, শুক্রবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে মিলগেট চুরি ফ্যাক্টরির পিছনের বস্তিতে থাকা ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মূহুর্তে আগুন গুদামের চারপাশে ছড়িয়ে পড়ে
খবর পেয়ে ৩টা ২৫ মিনিটে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। খবর পেয়ে উত্তরা, সদর দপ্তরসহ ফায়ার সার্ভিসের আরো ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে তারা শনিবার ভোর ৫টা ১০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
এখানে প্রতিটি বস্তিতেই ঝুট মজুদ রয়েছে। বস্তির প্রতিটি ঘরই যেন একেকটি ঝুট গুদাম। আগুনে ওই বস্তিতে থাকা প্রায় ৩০টির মতো ঝুট গুদাম ও গুদামে থাকা বিপুল পরিমাণ ঝুট, মালামাল ও দোকানপাট পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
শনিবার সকাল ৮টার দিকেও ঘটনাস্থলে ড্যাম্পিংয়ের কাজ করছেন দমকল কর্মীরা। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে বৃহস্পতিবার রাতেও আগুনে টঙ্গীর মিলগেইট এলাকার অলিম্পিয়া মিলস চত্বরে থাকা চারটি ঝুট গুদাম পুড়ে গেছে। ফায়ার স্টেশনের টঙ্গী, উত্তরা ও সদর দপ্তরের সাতটি ইউনিটের কর্মীরা শুক্রবার ভোরে আগুন নেভান।
ওই এলাকায় গার্মেন্টসের ঝুটের বহুসংখ্যক ছোট-বড় গুদাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নিম্ন আয়ের বহু লোকজন অসচেতন অবস্থায় সেখানে কাজ করতে গিয়ে মাঝে-মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এছাড়া এখানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ও পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভাতেও অনেক সময় লাগে এবং ক্ষয়ক্ষতিও বেশি হয়।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…