logo

সময়: ০৮:১৬, শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

১০ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ, ০৮:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

জয়পুরহাটে পৃথক-পৃথক র্দুঘটানায় নির্মাণ শ্রমিক ও ভটভটি চালক-সহ নিহত ০২

Ekattor Shadhinota
০৪ মার্চ, ২০২১ | সময়ঃ ০৬:০৩
photo
....

মোঃ জহুরুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ২৪ জানুয়ারী/২০২১ইং জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের নির্মাণাধীন ৮তলা ভবনের ৭তলা ভবন থেকে পড়ে মিঠু হোসেন(৩৬) নামে এক নির্মাণ শ্রমিকের ও জয়পুরহাটের ক্ষেতলালে ভটভটির চাকায় চাদর পেঁচিয়ে নাইম ইসলাম(২১) নামে শ্যালো ইঞ্জিন চালিত এক ভটভটি (নসিমন) চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নির্মাণ শ্রমিক মিঠু জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ও নিহত ভটভটি চালক নাইম ইসলাম জয়পুরহাটের পাশর্^বর্তী কালাই উপজেলার কাদিরপুর গ্রামের মহিফুল ইসলামের ছেলে।   জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে আলমগীর জাহান জানান, জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নির্মাণাধীন ৮তলা ভবনের নির্মাণ কাজ করার সময় ৭তলা ভবন থেকে অসাবধানতা বশত: নিচে পড়ে যায়। ওই সময় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর মৃত্যুর ঘটানায় জয়পুরহাটের ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিরেন্দ্রনাথ মন্ডল জানান, জেলার কালাই থেকে নাইম ইসলাম মাছ নিয়ে বগুড়ার দুপচাঁচিয়া বাজারে বিক্রির উদ্দেশ্যে নিজে ভটভটি চালিয়ে যাবার পথে ক্ষেতলাল উপজেলার শিবপুর এলাকায় পৌঁছার পর পরই অসর্তকতায় তার (চালক নাইমের) পরিধেয় গায়ের চাদরটি (শীতবস্ত্র) ভটভটির চাকার সাথে জড়িয়ে গলায় পেঁচে ফাঁস লাগে। এতে শ^াসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়।
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…