Page loaded in 9.470625 seconds
বুধবার, ০৯ মে, ২০১৮
নিজস্ব প্রতিনিধি:- রাজধানীর দক্ষিণ বাড্ডায় দুবৃর্ত্তের গুলিতে আব্দুর রাজ্জাক (৩০) নামের এক ডিস ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে স্থানীয় জাগরণী ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক মধ্য বাড্ডার আলাতুনেসা স্কুল রোডের ৫২/৩ নং বাসার বাসিন্দা মো. ফজলুর রহমানের ছেলে।
জানা গেছে, আব্দুর রাজ্জাক বাড্ডা এলাকায় ডিস ব্যবসা করতেন। রাতে জাগরণী ক্লাবের সামনে ৪ থেকে ৫ জন দুবৃর্ত্ত তাকে এলোপাতাড়ি গুলি করে। এ সময় আব্দুর রাজ্জাকের শরীরে ৪ থেকে ৫টি গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, আব্দুর রাজ্জাকের লাশ ঢামেকের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। তবে কে বা কারা তাকে গুলি করেছে তা এখনো জানা যায়নি।