logo

সময়: ০৭:১৯, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ০৭:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

নোয়াখালী ৪ আসনে এ মনোনয়ন বঞ্চিতরাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নমিনেশন পত্র জমা দিয়েছেন।

Abdul Based
৩০ নভেম্বর, ২০২৩ | সময়ঃ ১০:৩৭
photo
নোয়াখালী ৪ আসনে এ মনোনয়ন বঞ্চিতরাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নমিনেশন পত্র জমা দিয়েছেন।

নোয়াখালী থেকে আব্দুল বাসেদ _--_দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তৃতীয়বারের মতো জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের তিনবারের সাংসদ একরামুল করিম চৌধুরী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আজ সকাল ১১টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার আঁখিনূর জাহান নীলার হাতে এ মনোনয়ন পত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামসুদ্দিন জেহান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমেন বিএইচসি, মাওলা জিয়াউল হক লিটন, নোয়াখালী কোর্টের পিপি এ্যাড. গোলজার আহমেদ জুয়েল, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও এপিপি মোঃ আলতাফ হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট, যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আরমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান, নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত, এওজবালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন, কাদির হানিফ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, নেয়াজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির হোসেন বাহাদুর, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. সিদ্দিকুর রহমান সাবু, আন্ডারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, চরমটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলু, অর্শ্বদিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ নাসিমসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রমূখ।

এদিকে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবু জাফর টিপ, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির সদস্য আনিছুর রহমান, সেনবাগ উপজেলা আওয়ামী লীগর সাবেক সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান স্বপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও নোয়াখালীর বিভিন্ন আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুর ১২টার দিকে জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এরপর নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী মনোনয়নপত্র জমা দেন।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জাহের, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাবুর রহমান নাছের সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই আসনে জাতীয় পার্টির প্রার্থী মোবারক হোসেন আজাদ মনোনয়নপত্র জমা দেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…