logo

সময়: ০১:২৫, বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ০১:২৫ অপরাহ্ন

সর্বশেষ খবর

রাজধানীতে রাত ৯টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা

Ekattor Shadhinota
২৬ এপ্রিল, ২০২১ | সময়ঃ ০১:৫৪
photo
ফাইল ছবি

নিজস্ব  প্রতিনিধি:-  করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্যবিধি বজায় রেখে রাজধানীতে প্রতিদিন রাত ৯টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম রোববার (২৫ এপ্রিল) সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
মন্ত্রিপরিষদ বিভাগ গত শুক্রবার (২৩ এপ্রিল) দোকানপাট ও শপিংমল খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে অবশ্যই মানতে হবে স্বাস্থ্যবিধি।
ঈদের আগে সর্বাত্মক লকডাউনের মধ্যেই রোববার (২৫ এপ্রিল) দোকানপাট ও শপিংমল খুলে দেওয়ায় ক্রেতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। দোকানদাররা স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করলেও ক্রেতারা সবাই তা মানতে নারাজ। আর এই স্বাস্থ্যবিধি মানা না মানার দ্বন্দ্বে ক্রেতা-বিক্রেতা। যদিও মুভমেন্ট পাস নিয়ে ক্রেতারা কেনাকাটা করতে পারবেন বলা হলেও মুভমেন্ট পাসের কোনো তোয়াক্কা নেই। অপরদিকে শর্ত মেনে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করতে না পারলে দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মালিক সমিতি।.

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…